আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৪:১৯ অপরাহ্ন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে ‘‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’’-এর ফাইনাল খেলা এবং সমাপনী ও পুরস্কার বিতরণ মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
‘‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’’ এর তাজপুর ডিগ্রি কলেজ, তাজপুর, সিলেট বনাম শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর মধ্যকার ফাইনাল ম্যাচ তাজপুর ডিগ্রি কলেজ, তাজপুর, সিলেট ৩-১ গোলে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জকে হারিয়ে বিজয়ী হয় তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্লেয়ার অব দ্যা ফাইনাল : লেবু মিয়া (তাজপুর ডিগ্রি কলেজ ফুটবল দলের ১০ নং জার্সিধারী খেলোয়াড়), প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট : নাহিদ (শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ফুটবল দলের ১২ নং জার্সিধারী খেলোয়াড়), সর্বোচ্চ গোলদাতা : খইরুল (তাজপুর ডিগ্রি কলেজ ফুটবল দলের ১১ নং জার্সিধারী খেলোয়াড়)।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহ ও দিকনির্দেশনামূলক বক্তব্য এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলসমূহ ও খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার প্রদান করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরের জামান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সিনিয়র সহকারী কমিশনার গালিব চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, তাজপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ খয়রুল আবেদীন চৌধুরী, তাজপুর ডিগ্রি কলেজ এর সভাপতি তাজ মোঃ ফখর উদ্দিন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর কর্মকর্তা আব্দুল আজিম, রেফারী আব্দুর রউফ সুজন, সৈয়দ ফয়েজ আহমদ, কাওছার আহমদ ও আব্দুর রশিদ, ক্রীড়া সংগঠক আলী আমজদ নুনু, শাহরিয়ার চৌধুরী সুমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। বিজ্হপ্তি