হোটেল শ্রমিক ইউনিয়ন দ. সুরমার সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০০:২৯ অপরাহ্ন
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা থানা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর তালতলায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস. এম নুরুল হুদা।
দক্ষিণ সুরমা থানা কমিটির সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস.এম নুরুল হুদা সালেহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, সিলেট জেলা হোটেল ও মিস্টি বেকারী এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী। এতে মো. বিল্লাল হোসেনকে সভাপতি করে ও খলিল মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি