ওসমানীতে ডাক্তারদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৮:১৪ অপরাহ্ন
ম্যাটসদের ৪ দফা দাবি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজের গোল চত্ত্বর নামক স্থানে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, ডা. আদনান মাহমুদ তামিম, ডা. মাহমুদুল হাসান সাদিক, ডা. নাজমুল হোসাইন, ডা. ইমাদ উদ্দিন ইমন, ডা. পিয়াস, ডা. শাহনুর, ৫৮তম ব্যাচের নাহিদ আকবর খান, মিজান, তানিয়া প্রিয়া, ইশতিয়াক, আব্দুল্লাহ, হিদায়াত। এছাড়াও মেডিকেল কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি