এডিশনাল এসপি আখতারের পলায়নে সিলেটে তোলপাড়
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৫:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট রেঞ্জ থেকে এডিশনাল এসপি শাহ আলম মো. আখতারুল ইসলামের পালিয়ে যাওয়ার ঘটনায় সিলেটে তোলপাড় চলছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার থাকা কালে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় গণহত্যায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।সম্প্রতি তাকে রিকাবীবাজারের সিলেট জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার বদলী করা হয়। কাউকে না জানিয়েই গত ১৬ দিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি এরই মধ্যে পুলিশ সদর দপ্তরকে অবহিত করা হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এডিশনাল এসপি আখতার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এডিশনাল এসপি আখতার ছুটিতে গিয়েছিলেন। কিন্তু ছুটি কাটিয়ে তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি।
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটের পুলিশ সুপার মাহমুদুল হাসানও এডিশনাল এসপি আখতারের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, আখতারুল ইসলাম গত ২৬ জানুয়ারি কর্মস্থলে ছিলেন। এর পরের দিন থেকেই তিনি আর কর্মস্থলে আসেননি।
সূত্র জানায়, এডিশনাল এসপি শাহ আলম মো. আখতারুল ইসলাম সর্বশেষ গত ২৬ জানুয়ারি রোববার পর্যন্ত তার কর্মস্থল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটে কর্মরত ছিলেন। এর পরদিন ২৭ জানুয়ারি সোমবার তিনি আর কর্মস্থলে যাননি। সেই থেকে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত টানা ১৬ দিন ধরে কর্মস্থলে তিনি অনুপস্থিত রয়েছেন।
পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার অনুমতি ছাড়াই কর্মস্থল থেকে চলে যান তিনি। যতদিন সিলেটে কর্মরত ছিলেন, ততদিন তাকে টেনশনে থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে এভাবে কাউকে না বলে চলে যাওয়া পুলিশ প্রবিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। মূলত চানখারপুল গণহত্যা থেকে নিজেকে রক্ষা করতেই তিনি কর্মস্থল থেকে পালিয়ে গেছেন বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।