গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১:৪৮ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করকে পারবে।
তিনি মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ দিনব্যাপী ২৮তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খানের সভাপতিত্বে ও যুবনেতা আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সরওয়ার্দী হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এড. শাহজাহান সিদ্দিকী, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, গোয়াইনঘাট উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলিম উদ্দিন, বিএনপি নেতা জিয়াউল ইসলাম জিয়ারত, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি নেতা আজির উদ্দিন, সাবেক মেম্বার আবুল হাসনাত প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবক মন্ডলী এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। অুনষ্ঠানের শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি