প্রধান উপদেষ্টা বরাবরে গণদাবী ফোরামের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৩:৪৭ অপরাহ্ন
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর ঘোষণা করে তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানানো হয়েছে।
বুধবার সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বরাবরে প্রেরিত স্মারকলিপিতে ফোরামের নেতৃবৃন্দ এ দাবী জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, ফোরামের সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কেন্দ্রীয় সদস্য যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, রিয়াজ উদ্দিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি