প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে আশা’র ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৫:১৩ অপরাহ্ন
আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মো. সফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশা-ভবনে মিলাদ মাহফিল, ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে চৌকিদেখীস্থ আশা ভবনে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির। আশা সিলেট ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিকের সভাপতিত্ব ও রিজিওনাল ম্যানেজার মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছিলেন আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ সামসুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আলাউদ্দীন আলী। ক্যাম্পে সংশ্লিষ্ট ডাক্তার, রিজিওনাল ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারগণ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আগত রোগীদের উক্ত ফিজিওথেরাপী ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তাদের মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপী উপকরণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি