অনির্বাণ এই ফেব্রুয়ারী
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বলা হয়, বায়ান্নর একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনের পথ বেয়েই এসেছিলো আমাদের স্বাধীনতা। একুশে ফেব্রুয়ারীতে বাক স্বাধীনতার ওপর আঘাত এলে গোটা জাতির সত্তা ও ভিত্তি নড়ে ওঠে। এদেশের জনগণের পক্ষে তা বিনা প্রতিবাদে ছেড়ে দেয়া সম্ভব হয়নি। রক্ত ঢেলে এর জবাব দেয়া হয়। মাতৃভাষা বাংলাকে এড়িয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত এদেশবাসী এক ধরণের পরাধীনতার শৃংখল পরার শামিল বলে গণ্য করে। তাই গর্জে উঠে সারা দেশ। এর অগ্রভাগে ছিলেন সালাম, রফিক, জব্বারেরা। তারা তাজা রক্তে রাজপথ রাঙিয়ে জাতিকে নির্দেশ করেন বাক স্বাধীনতা, স্বাধিকার, তথা গণতন্ত্রের পথ। সেই পথ ধরেই প্রায় দুই দশক পরে আসে এদেশের স্বাধীনতা। আসে বললে ভুল হবে, অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। তাই ভাষা আন্দোলনের এই মাসে যখন নতুনভাবে এদেশের বাক স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত ও হুমকি-ধামকি লক্ষ্য করা যায়, তখন একুশের রক্ত কণিকারা জ্বলে ওঠে সহস্্র শিখায়-গর্জে ওঠে চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।