নগরী থেকে স্কুলছাত্র নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫১:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর লাক্কাতুরা থেকে সৈয়দ তাহসিন বকস নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। সে নগরীর ৫ নং ওয়ার্ডের খাসদবীর এলাকার দেলওয়ার মাহমুদ জুয়েল বকসের পুত্র।নিখোঁজ তাহসিনের পিতা জানান তার পুত্র লাক্কাতুরা এলাকার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। গত ২৭ জানুয়ারি সে স্কুল থেকে আর বাসায় ফিরেনি। পরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে সেদিনই এসএমপির বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে। জিডি নম্বর ১২০৭। সেই থেকে ছেলেটি অদ্যবধি নিখোঁজ রয়েছে।