টাঙ্গুয়ায় বনায়ন কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৩:৩০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : দেশের বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষে বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওরের রৌয়াকান্দা ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সিলেট বন বিভাগের বাস্তবায়নে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রসাশক ড. মো ইলিয়াস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।