গোয়াইনঘাটে এফআইভিডিবির কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৮:৫২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে এফআইভিডিবি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্কেলিংআপ ফোরকাস্ট বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ সুফল প্রজেক্ট ‘কমিউনিটির ঝুঁকি নিরূপন এবং ঝুঁকিহ্রাস বৈধকরণে’ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্সে রুমে ইউএনও রতন কুমার অধিকারির সভাপতিত্বে পিএম ডাঃ ফারহানা আক্তারের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি মোবিলাইজার জাহাঙ্গীর আলম। গীতা পাঠ করেন জনার্দন চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন আফসারি বেগম পিডি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, পশুসম্পদ কর্মকর্তা জামাল খান, সমাজসেবা কর্মকর্তা আবু কাউছার।
মুক্ত আলোচনায় কমিউনিটির ঝুঁকি নিরূপন এবং ঝুঁকিহ্রাস বৈধকরণে এফআইভিডিবির চিহ্নিত বিষয়াবলীর উপর মতামত ব্যক্ত করেন সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, মৎস্য কর্মকর্তাসহ উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।