উদয়ন স্কুলের ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৯:২৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেছেন, খেলাধুলা ও শারীরিক শিক্ষা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে শারীরিক ও মানসিক পরিপূর্ণতা, সুস্থতা ও বিকাশ সাধন সম্ভব।
তিনি মঙ্গলবার সকালে নগরীর আখালিয়া নতুন বাজারস্থ সিলেট উদয়ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উদয়ন স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্ট্যাটিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক মো. আল হাবিব মামুন ও সহকারী শিক্ষিকা জেসমিন জাহানের যৌথ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র মুনতাকিম আল হাসান।
বক্তব্য রাখেন উদয়ন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য লুৎফুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা কাওছার খানম প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিহাদুল ইসলাম ভূইয়া ও সহকারী শিক্ষিকা আফসানা বেগম মিমির যৌথ সঞ্চালনায় দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি