বুদ্ধির বিকাশে ভূমিকা রাখে খেলাধুলা : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৮:১১ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, খেলাধুলা ও শারীরিক শিক্ষা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে শারীরিক ও মানসিক পরিপূর্ণতা, সুস্থতা ও বিকাশ সাধন সম্ভব। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় খেলার মাঠ ধীরে ধীরে কমে যাচ্ছে। খেলাধুলার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকরা আগ্রহ হারাচ্ছেন। অথচ বুদ্ধির বিকাশে লেখাপড়ার পাশাপাশি ভূমিকা রাখে খেলাধুলা। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।
তিনি বুধবার সিলেট নগরীর পনিটুলা ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগ-২০২৫ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পনিটুলা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও এহতেশামুল হক কামিল ও খালেদ রাজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক এপিপি এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সমবায় সম্পাদক আব্দুল হাবিব মাসুম, পনিটুলা মসজিদের পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ফয়জুল হক, যুবদল নেতা ওসমান গনি, আজিজ খান সজীব, তাহসিন মেহেদী প্রিন্স, আহমেদ ফেরদৌস সাকের, জুয়েব আহমদ, কবির আহমদ, জুনায়েদ আহমদ চৌধুরী, মোহাম্মদ মুসা, এহিয়া আহমদ প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রেদওয়ান ও নাকিব এবং রানার্স আপ আল-আমিন ও হুজাইফ। বিজ্ঞপ্তি