আমার দেশ সম্পাদক শনিবার সিলেট আসছেন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৯:০০ অপরাহ্ন
দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান দুইদিনের সফরে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট আসছেন। সফরকালে তিনি আমার দেশ পত্রিকার বিভাগীয় প্রতিনিধি সমাবেশ, আলোচনা সভা, সেমিনার ও সুধী সমাবেশে যোগদান করবেন।
শনিবার সকাল পৌনে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছানোর পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। পরে সিলেট ব্যুরোর ব্যবস্থাপনায় দুপুর ১২টায় আয়োজিত আমার দেশের বিভাগীয় প্রতিনিধি সভায় সম্পাদক মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
ওই দিন বেলা ৩ টায় একুশে পদক প্রাপ্তিতে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।বিকেল ৪টায় তিনি শাবিপ্রবিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান বক্তা এবং বাদ মাগরিব শাবি’র মিনি অডিটোরিয়ামে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চে ‘আধিপত্যবাদ বিরোধী জাতীয় কনভেনশনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। রাতে তিনি সিলেট ব্যুরো অফিস পরিদর্শন করবেন।
পরের দিন রোববার সকালে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকাল ৪টায় তিনি আমার দেশের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সিলেটের সুধীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন। রাতে তিনি ঢাকায় ফিরে যাবেন। বিজ্ঞপ্তি