আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে: হাসনাত
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৯:২৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন। তিনি বুধবার নিজের ভেরিফায়েড ফেইসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এই দাবি জানান। হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে লিখেন, ‘আয়নাঘর, হাসিনার হত্যা, প্রতিবিপ্লবে আমার ভাই শহীদ কাশেমের মৃত্যু! এনাফ ইজ এনাফ। এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।’
এছাড়া, তিনি অপর এক স্ট্যাটাসে হ্যাশট্যাগ ব্যবহার করে ‘ব্যান আওয়ামী লীগ’ লিখেন।হাসনাত আবদুল্লাহ গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হওয়ার পর তাকে প্রতিবিপ্লবের প্রথম শহীদ হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।’
গাজীপুরের ধীরাআশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গুরুতর আহত মো. কাশেম খান (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মৃত্যুবরণ করেন। হাসনাত আবদুল্লাহ তার পোস্টে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে লেখেন, ‘ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’ কাশেম গাজীপুরের গাছা থানার দক্ষিণ কমলেশ্বর এলাকার মৃত হাজী জামালের ছেলে ছিলেন।