তিতন মিয়া স্মৃতি ফুটবলের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩২:২২ অপরাহ্ন
দক্ষিণ সুরমার বরইকান্দিতে বীর মুক্তিযোদ্ধা মরহুম তিতন মিয়া স্মৃতি মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বরইকান্দি ১ নাম্বার রোডের স্থানীয় মাঠে অনুষ্ঠিত খেলায় ইমন ব্রাদার্স ৩-১ গোলে ঈশানী ফাইটারকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে ক্রীড়া সংগঠক শফিউল আলমের পরিচালনায় মরহুম তিতন মিয়ার সহোদর আবুল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের মাঝে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দলকে ২য় পুরস্কার ২৫ হাজার টাকা ও ট্রফি পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী সোহেল রানা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহিদ খাঁন, সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র দেবনাথ, দক্ষিণ সুরমার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেহান আহমদ হারিস, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুর হোসেন, পর্যটন সংগঠক ও সাংবাদিক হুমায়ুন কবির লিটন, যুক্তরাজ্য প্রবাসী হবিবুর রহমান, নুজর আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাসির উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন শেখ মোরশেদ সামি, জমির হোসেন ধবির, ফয়জুর রহমান রোকন, আহমদ সোয়েব, আব্দুল কাউয়ুম প্রমুখ। খেলায় ধারা বর্ণনায় ছিলেন আব্দুল আহাদ এবং কামরান হোসেন। গত ১৭ জানুয়ারী শুরু হওয়া খেলায় মোট ৮০ টি দল অংশ নেয়। বিজ্ঞপ্তি