সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : গ্রেফতার আরো ৩৬
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১১:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেফতারে সিলেটে অব্যাহত রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘন্টায় এই অপারেশনে সিলেটে বিভাগের আরো ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় সোমবার বিভাগে গ্রেফতার হয়েছিলেন ৬১ জন। এর আগে রোববার গ্রেফতার হন ২২ জন। এ নিয়ে সিলেটে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক অভিযানের ৪ দিনেও সিলেটে কোন অবৈধ অস্ত্র ও অস্ত্রধারী গ্রেফতার হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট মহানগর এলাকায় আরো ৬ জনকে আটক করা হয়েছে। এই সময়ে সিলেট জেলায় ৬, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় ১৭ জন রয়েছেন।
জানা গেছে, আগের দিন মঙ্গলবার সিলেট নগরে ১০ জন, সিলেট ৩, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজার জেলায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার এরমধ্যে সিলেট মহানগর এলাকায় ৬, সুনামগঞ্জ জেলায় ৬ জন, মৌলভীবাজার জেলায় ৭ জন ও হবিগঞ্জ জেলার ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট নগর এলাকায় আটক ৬ জন হলেন- দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কুতুব মিয়া (৪৮), মহানগর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মিন্টু (৬১), ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একরাম সরকার রিপন (৪০), ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি (২৩), শাহপরান থানার পীরের চক এলাকার বাসন্দিা আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ (৫০) ও মহানগর ছাত্রলীগ নেতা সাব্বির খান (৩১)।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জালালাবাদকে বলেন, এখন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মহানগর এলাকায় মোট ২০ জনকে পুলিশ আটক করেছে। নতুন আটক হয়েছেন আরো ৬ জন। ডেভিলদের গ্রেফতারে যৌথবাহিনীর সাথে সমন্বয় করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।