আবাসিক হোটেল থেকে ১১ নারী-পুরুষ আটক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৩:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগর এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান জোরদার করেছে পুলিশ। এবার নগরীর বন্দরবাজারস্থ তালহা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় ১১ নারী-পুরুষ আটক করা হয়। মঙ্গলবার বিকেলে এসএমপির গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
এসএমপি সূত্র জানায়, আবাসিক হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে আটককৃত ১১জনের মধ্যে ৩ তরুণী হলেন আকমিলা আক্তার (১৯), রুনা খাতুন (৩০) ও হাসিনা বেগম (৩০)। এছাড়া আটক ৮ পুরুষ হলেন- নগরীর শাহপরান থানার হাতুরা গ্রামের লোকমান হোসেন অপু (২৮), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দরিয়াবাজ গ্রামের আলাউদ্দিন (৫০), জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৪), মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উমরা কাফন গ্রামের ইয়াছিল আহমদ (২২), একই গ্রামের শাহবাজ মিয়া (২৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মিন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়া (২২), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বড় পাইকুড়া গ্রামের নাজমুস সাকিব (২০) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাউছিয়া মিয়াবাড়ির সুমন মিয়া (৩৩)।