সুরমা ডাইকে গার্ডওয়াল নির্মাণের দাবিতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৩:৪২ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সংবাদদাতা: দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খালপাড় এলাকার সুরমা নদীর ডাইকে গার্ডওয়াল নির্মাণসহ জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ সুরমার খালপাড় এলাকাবাসীর পক্ষে থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, আলী আহমদ কামাল, রুস্তম অলী, মো. রুমেল আহমেদ, ডা. মো. তারিফ মিয়া, লিয়াকত আলী, আব্দুল খালিক খলকু মিয়া, ফখরুল ইসলাম রুমেল, ইমদাদুল হক রাজু, দুলাল আহমদ ও মো. এনাম রহমান।
স্মারকলিপিতে এলাকাবাসী বলেন, দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নস্থ খালপার গ্রামে যে সুরমা ডাইক রয়েছে বর্ষাকালে সুরমা নদীতে পানি প্রবাহ অতিরিক্ত বৃদ্ধির কারণে সুরমা ডাইক প্লাবিত হওয়ায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা বিদ্যমান থাকে। খালপার এলাকায় সুরমা ডাইকের প্রায় ১৫০০ ফুট জায়গা তুলনামূলক ৩ ফুট নিচু থাকায় খালপার, মোল্লারগাঁও, হাজরাই তথা ১নং মোল্লারগাঁও ইউনিয়ন ও বরইকান্দি এলাকা প্লাবিত হয়ে যায়। অত্র এলাকাকে রক্ষার স্বার্থে সরকারী বরাদ্দে সুরমা ডাইকে ৩ ফুট উঁচু করে প্রটেকশন গার্ড ওয়াল নির্মাণ বর্তমান সময়ের দাবি। জনস্বার্থে সুরমা ডাইকে গার্ড ওয়ালের জন্য প্রয়োজনীয় বরাদ্দ মঞ্জুর করে মোল্লারগাও ইউনিয়ন ও বরইকান্দি এলাকাকে নিরাপদ রক্ষার্থে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।