শাবিতে ইরাসমাস মুন্ডাস বৃত্তি বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০২:৫৫ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস মুন্ডাস বৃত্তি সংক্রান্ত এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ইরাসমাস মুন্ডাস বৃত্তি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ। আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত মেধাবী এবং এই বৃত্তি তাদের আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ করে দেবে। এটি বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের সংযুক্ত করবে এবং তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করবে।
বিশেষ অতিথি মাইকেল মিলার শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এই বৃত্তি শুধু শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেয় না বরং এটি বাংলাদেশ ও ইউরোপের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সহায়তা করে। আমরা একাডেমিক সহযোগিতা আরও বাড়াতে চাই এবং বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে দেখতে আগ্রহী।
সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের পরামর্শক ইউরাটে স্মলস্কাইট মারভেলি উপস্থিত ছিলেন। ইরাসমাস মুন্ডাস শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ইউরোপীয় ইউনিয়নের কর্মসূচি ব্যবস্থাপক জুই চাকমা। বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা ইরাসমাস মুন্ডাস বৃত্তির আবেদন প্রক্রিয়া, সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা এই বিষয়ে নানা প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞরা তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।