ওসমানীনগরে কেমিস্ট সোসাইটির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪১:২৮ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে কেমিস্ট সোসাইটি গোয়ালাবাজার এর কমিটি গঠন ও বিদায়ী সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোয়ালাবাজারের একটি অভিজাত রেষ্টুরেন্টে কমিটি গঠন ও সংবর্ধনা প্রদান করা হয়।
সোসাইটির সভাপতি করবী রঞ্জন গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, সমাজসেবক আব্দুল কুদ্দুছ শেখ, ব্যবসায়ী বশির আহমদ, এস এম মাসুদ আহমদ। উপস্থিত ছিলেন অজিত কুমার দেব, সাইফুর রহমান, প্রসেনজিৎ কুমার দেব, শাহিন আহমদ, সহিদুল ইসলাম চৌধুরী, সাজ্জাদ মিয়া, সুমন দেব, নজরুল ইসলাম, কামরুল আহমদ, সিহাদ আহমদ, আলী আজমদ, রাজু দেব, পলাশ দাস, উত্তম চন্দ্র দেব, এমরান খান, তপন কান্তি দে, প্রদীপ কুমার সরকার, শশাংক সূত্র ধর ও উজ্জ্বল প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ মোঃ আব্দুল মোমিনকে সভাপতি ও বিপ্লব গোস্বামীকে সাধারণ সম্পাদক এবং শশাংক সূত্র ধরকে কোষাধ্যক্ষ করে ৭ সদস্যের কমিটির গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-আব্দুর মহিম, রতীন্দ্র চক্রবর্তী, সহিদুল ইসলাম চৌধুরী ও মঙ্করী সেন। সভা শেষে কেমিস্ট সোসাইটির বিভিন্ন মেয়াদে ৩০ বছর সভাপতির দায়িত্ব পালন শেষে বিদায়ী সভাপতি করবী রঞ্জন গোস্বামীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।