শাবিতে ইয়ুথ স্টার্ট-আপ সামিট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৮:২৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ স্টার্ট-আপ সামিট-২০২৫।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ও অডিটোরিয়াম প্রাঙ্গণে দিনব্যাপী এই সামিট আয়োজন করা হয়- যেখানে ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ, সেমিনার, প্রদর্শনীসহ নানা কার্যক্রম ছিল।
সামিটের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কামরুন নাহার সিদ্দীকা। তিনি বলেন, বর্তমান প্রজন্মের তরুণ উদ্যোক্তারা কিভাবে ভবিষ্যৎ বিনির্মাণ করতে চান, সেটি বাস্তবায়নে সরকার সহায়তা করতে চায়। চাকরির বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, কিন্তু তরুণরা যদি সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পান, তাহলে তারা নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং সমাজে উদাহরণ হয়ে উঠতে পারেন।
সামিটে মোট চারটি সেশন অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট ও দুটি প্যানেল আলোচনাসভা। মাস্টার ক্লাস সেশনে ‘স্টার্ট-আপ ফান্ডামেন্টালস: মাস্টারিং দ্য এসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং এ বিজনেস’ বিষয়ে বক্তব্য রাখেন টেন মিনিট স্কুলের সাবেক সিওও মির্জা সালমান হোসেন বেগ।
ফায়ারসাইড চ্যাটে ‘দ্য স্টার্ট-আপ জার্নি: অ্যান ইন্সপায়ারিং স্টোরি অব বিল্ডিং এ বিজনেস ফ্রম দ্য গ্রাউন্ড আপ’ বিষয়ে আলোচনা করেন বিডিজবস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর এবং অথল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহজাহান জুয়েল।
প্যানেল আলোচনাসভায় ‘ফ্রম আইডিয়া টু স্কেল’ এবং ‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট’ শীর্ষক দুটি গুরুত্বপূর্ণ সেশন হয়। স্টার্ট-আপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ‘ফ্রম আইডিয়া টু স্কেল’ শীর্ষক আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন, যেখানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শিখো’র প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী, সক্রিয় টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা মুবীর মাহমুদ চৌধুরী, ইনভার্স এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা এরশাদুর রহমান তালুকদার, টেকনেক্সের সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ রেজওয়ানুল হক এবং স্টাফ এশিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফারহাত শফি চৌধুরী।
সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৫’ এর সিলেট পর্বের পিচিং প্রতিযোগিতা। শীর্ষ ৮টি প্রকল্প চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়, এগুলো হলো-ইনক্লুসিকেয়ার, প্রীতিলতা, অটোমামা, গেম চেঞ্জার, সাইনটক, সিনারবোটিকস, ইলেকট্রিক ও ডারিকোমা।
সমাপনী অনুষ্ঠানে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।