ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৮:৩৮ অপরাহ্ন
দেশের অন্যতম শীর্ষস্থানীয় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা আড়াইটায় ডেলিগেশন অব দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ এর হেড অফ ডেলিগেশন এম্বেসেডর মি. মাইকেল মিলারের নেতৃত্বে নগরীর গোটটিকরস্থ বিসিক শিল্পনগরীতে অবস্থিত আলীম ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলকে স্বাগত জানান আলীম ইন্ডাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী। এরপর কারখানার বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন শেষে কোম্পানীর কনফারেন্স হলে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথমে কোম্পানীর পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেন কোম্পানীর পরিচালক ফাইয়াজ আলীম চৌধুরী।
মানব সম্পদ উন্নয়ন, শ্রম অধিকার চর্চা ও প্রাতিষ্ঠানিক কমপ্লায়েন্স সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হয় এবং পারস্পরিক সহযোগিতা ও করণীয় সম্পর্কে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। কারখানা ও কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে এম্বেসেডর মি. মাইকেল মিলার সন্তুষ্টি প্রকাশ করেন এবং আলীম ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন- মিস ইউরাতে মারভিল স্মালস্কাইটি কাউন্সেলর এন্ড টিম লিডার-এডুকেশন, হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড পিএফএম এবং মিস জুঁই চাকমা, প্রোগ্রাম ম্যানেজার, এডুকেশন এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট।
এ ছাড়া আলীম ইন্ডাস্ট্রিজ লি: এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজার প্রোডাকশন ইঞ্জি. মাহবুব হাসান, ডেপুটি ম্যানেজার এইচআর এন্ড এডমিন মোঃ কয়েছ উদ্দিন, ডেপুটি ম্যানেজার- কমার্শিয়াল এম শাহিদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ এইচআর এন্ড এডমিন শাহরিয়ার হাসান সৌরভ, ইঞ্জি. মোঃ হাসান, আবুল হাসনাত মুফাজ্জল করিম, ইঞ্জি. সাদিকুর রহমান, বিপ্লব হক, ইঞ্জি. সাকিব আল হাসান প্রমূখ। বিজ্ঞপ্তি