আলোর অন্বেষণ বইমেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫০:৫০ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বৃহত্তর সিলেটের সাহিত্য-সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডার রয়েছে। এসব তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাঙ্গালী নয়, বাংলাদেশী জাতিস্বত্তার বিকাশ বইমেলাসহ সাহিত্য সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে হবে। জাতীয়তাবাদী আদর্শের সকল নাগরিককে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আরো বেশী করে জানতে ও জানাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের সারথী হচ্ছে তরুণ প্রজন্ম। তাদেরকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে বইমুখী করতে হবে।
তিনি বুধবার রাতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ১২ দিনব্যাপী ৫ম আলোর অন্বেষণ বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও কবি সাজ্জাদ হোসেনের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যমুনা ওয়েল কোম্পানির স্বাধীন পরিচালক কবি সালেহ আহমদ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম, সংগঠক সাম্মি নাজ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপি নেতা সোহেল আহমদ, কাওসার আহমদ রকি ও শিশু সাহিত্যিক জসিম আল ফাহিম প্রমূখ।
মহিন উদ্দিনের কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জসিম বুক হাউসের সত্তাধিকারী জসিম উদ্দিন, পৈঠা প্রকাশনীর আজিজ আহমদ, আলোর অন্বেষণের সিনিয়র সহ সভাপতি এমজেএইচ জামিল, সহ-সভাপতি নাহিদ আহমদ, প্রচার সম্পাদক আল আমিন, যোগাযোগ সম্পাদক ইয়াসিন আহমদ মান্না।
সমাপনী অনুষ্ঠানে বইমেলায় অংশগ্রহণকারী স্টল সমুহকে আলোর অন্বেষণের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেন অতিথিবৃন্দ। সমাপনী অনুষ্টান শেষ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম আলোর অন্বেষণ বইমেলা ২০২৫ এর সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি