দুর্ঘটনার আহত স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৭:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পাথরবাহী ট্রাকের ধাক্কায় তার ডান হাত থেতলে যায়। আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তির পর বুধবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শিশুটি মারা যায়।
এর আগে বুধবার বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকায় সড়ক পাড় হওয়ার সময় দুর্ঘটনায় আহত হয় সে। ওই স্কুলছাত্রের নাম মাহদি। তার বয়স সাড়ে ৫ বছর। লক্ষীপুর সদর উপজেলার জয়রামপুরের মামুনের ছেলে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী মাহদী। বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়া লাশ আত্মীয়রা নিজ এলাকায় নিয়ে গেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীসহ বাবা-মার সঙ্গে বুধবার সাদা পাথর বেড়াতে আসে মাহদি। ফেরার পথে টুকের বাজারে একটি রেস্টুুরেন্টে তারা খাওয়া-দাওয়া করে। এ সময় মাহদি রাস্তার পাশের দোকান থেকে কোমল পানীয় কিনে পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাকের চাকার নিচে মাহদির একটি হাত পড়ে যায়। আহত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীসহ মাহদির বাবা-মা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় ব্যবসায়ী ইয়াহইয়া জাকারিয়া বুধবার সন্ধার দিকে জানিয়েছেন, মাহদির হাতের অবস্থা সঙ্কটাপন্ন। তার রক্তের প্রয়োজন। রক্ত সংগ্রহ করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ বলেন, স্কুল শেষে ভ্রমণ করতে তারা সাদা পাথর দেখতে এসেছিলেন। বুধবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহদী মারা যায়।