দক্ষিণ সুরমায় প্লাষ্টিক ফ্যাক্টরীতে আগুন
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৮:৩৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সংবাদদাতা: নগরীর দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড়ে প্লাষ্টিক ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর দক্ষিণ সুরমা বঙ্গবীর রোড়ে আজিম প্লাস্টিক ফ্যাক্টিরীতে প্লাস্টিক বোতল আগুন লাগে। স্থানীয় ও ফায়ার ব্রিগেড সার্ভিস সূত্র জানা যায় পাশ্ববর্তী কলোনি থেকে শিশুদের ফুলঝড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে আলমপুর ফায়ার ব্রিগেড সার্ভিস ও তালতলা ফায়ার ব্রিগেড সার্ভিস দলের ৪ ইউনিট ঘটনার স্থলে আসে। এ বিষয়ে আজিম প্লাস্টিক ফ্যাক্টিরীতে মালিক শহিদ মিয়া জানান, হঠাৎ আগুনের ধোঁয়া দেখে লোকজন ফায়ার সার্ভিসের খবর দেয়। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আলমপুর ফায়ার ব্রিগেড সার্ভিসের কর্মরতরা জানান, আজিম প্লাস্টিক ফ্যাক্টিরীতে তাকা প্লাস্টিক বোতলে ফুলঝুড়ি আগুনের সূত্রপাত হয়। যার ক্ষতির পরিমাণ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।