সুশিক্ষা একটি শক্তি যা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে : উপসচিব শামছুল
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৫:১৮ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব সিলেটের কৃতী সন্তান মোহাম্মদ শামসুল ইসলাম বলেছেন সুশিক্ষা একটি শক্তি যা মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলে। এজন্য শিক্ষার পাশাপাশি নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তাহলে তা দেশ, সমাজ ও পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে।
তিনি শনিবার সকালে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি অভিভাবকদের সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের বইয়ের সাথে সম্পর্ক বাড়ানোর আহবান জানান এবং বলেন শামসুর রহমান স্মৃতি বৃত্তি ২৬ বছর ধরে সিলেট অঞ্চলে বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নগরীর দরগাগেইটে শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণি মিলে ১শ ৮৭ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি পরীক্ষার পুরস্কার হিসেবে বই এবং সনদপত্র বিতরণ করা হয়। এবারের পরীক্ষায় পুরো বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১হাজার ১২ জন শিক্ষার্থী পরীক্ষা দেন।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং তারেক মুনাওয়ার এর সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি ছিলেন লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণি, কবি ও শিক্ষক মামুন সুলতান, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার ও জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক মুনশী ইকবাল এবং কবি সিদ্দিক আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব লেখক গবেষক জিবলু রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সফিনা বেগম মুনমুন এবং সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইকবাল একাডেমির প্রধান শিক্ষক শামিম আহমদ, মাস্টার শোয়েব আহমদ, মতিলাল রায়, মাহমুদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি