একতা একাডেমীতে পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৫:৩৮ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সরিষপুরস্থ একতা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে একাডেমীর ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবীরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ইমরানুল হক ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী মহিবুর রহমান মকসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাণুরাগী মইনুল ইসলাম মঞ্জুর ও ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ ইসমাইল আলী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একতা একাডেমীর ছাত্র কল্যাণ তহবিলের সভাপতি বশির আহমদ বাবুল, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, মোঃ শিপলু আহমদ, একতা একাডেমী স্কাউট পরিষদের সদস্য মোঃ জুবেল আহমদ, ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিস হামিদা বেগম, আজিমা বেগম, সুখী বেগম, আওলাদ হোসেন আলভী, উর্মি বেগম, বদরুল হক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি