কুলাউড়ায় প্রচেষ্টার অ্যাডভোকেসি সভা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৬:২১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এনজিওসংস্থা প্রচেষ্টা কর্তৃক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইডব্লিউসিএসএ প্রকল্পের সমন্বয়ক রবীন্দ্র ত্রিপুরা সম্পাদিত কার্যক্রমগুলো বিস্তারিত তুলে ধরেন। প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
প্রোগ্রাম সমন্বয়ক মুক্তা রাণী দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক অফিসার মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, সহকারী কৃষি অফিসার মো. বিল্লাল হোসেন, লুৃয়াইউনি চা বাগানের ডিপুটি ম্যানাজার মাহমুদ হাসান প্রিন্স, সিরাজনগর চা বাগানের ম্যানাজার শামিম আহমদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম, শ্রমিক নেতা ও কমলগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী প্রমুখ। সভায় পঞ্চায়েত লিডার, নারী ফোরামের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। নারী চা শ্রমিকদের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ অবদান নিশ্চিতকল্পে এ সভা অনুষ্ঠিত হয়।