ডেভিল হান্টে সারাদেশে ৪শ ৭৭ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৯:২৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে ১ হাজার ৩৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ১ হাজার ৩৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার ৮৭০ জন।