দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক সোমবার
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫৮:৪৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের দিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া গত জানুয়ারিতে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে যে সকল সমস্যার উদ্ভব হয়েছে সেসব বিষয় গুরুত্ব পাবে।
আসন্ন সম্মেলন সামনে রেখে গত ২৯ জানুয়ারি সচিবালয়ে প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) মো. খোদা বখস চৌধুরী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।