ওসমানীনগরে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষে ৯ জন আহত
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭:৫৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে শবে বরাতের শিরনি বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৯জন আহত হয়েছেন। আহতরা হলেন, মাওলানা দিলাল আহমদ (৪৫), আব্দুল হক (৫৫), নাঈম (২২), আত্তর আলী (৪৮), অনিক (২০), জাহাঙ্গীর আলী (৪০), শফিকুর রহমান ((৫৫), শফিউর রহমান (১৯), মুনিউর রহমান (১৭)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই পশ্চিমপাড়া জামে মসজিদে ঘটনাটি ঘটেছে। ঘটনার পার আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাউৎখাই পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি, মসজিদের নর্দমা ও ইমাম নিয়ে ৩টি পক্ষে দীর্ঘদিন ধরে মনোমালিন্য রয়েছে। এজন্য মসজিদে একই সাথে ৩পক্ষের ৩জন ইমাম কর্মরত রয়েছেন।
জানা যায়, শবে বরাতের রাতে পশ্চিম পাড়া জামে মসজিদে দোয়া শেষে মাওলানা দিলাল আহমদের পক্ষের লোকজন শিড়নি বিতরণ শুরু করেন। এসময় ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সজ্জাদুর রহমানের লোকজন শিড়নি বিতরণের ভিডিও ধারণ নিয়ে তর্ক বিতর্ক করে শিড়নি বিতরণে বাঁধা প্রদান করলে উভয় পক্ষ দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন উভয় পক্ষে ৯জন আহত হন।
আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সজ্জাদুর রহমানের মোবাইলে কল করা হলে তিনি কল রিসিভ করেন নি। তবে তার পক্ষে ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরুজ্জামান বলেন, মাওলানা দিলাল আহমদ’র ছেলে নাঈম শিড়নি বিতরণের ভিডিও ধারণ করলে আমরা বাঁধা প্রদান করি। তখন তারা আমাদের উপর হামলা করে।
মাওলানা দিলাল আহমদ বলেন, মসজিদ নিয়ে আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সজ্জাদুর রহমানের পক্ষের সাথে আমাদের দীর্ঘদিনের মনোমালিন্য রয়েছে। গেল আওয়ামী লীগ সরকারের সময় আমরা তাদের প্রভাবে মসজিদের কোন কার্যক্রমে অংশ নিতে পারিনি। শবে বরাতের রাতে দোয়া শেষে শিড়নি বিতরণ করলে তারা আমাদের শিড়নি বিতরণে বাঁধা প্রদান করে। আমার এর প্রতিবাদ করলে তারা অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে আমাদের ৬জনকে আহত করেছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসআই নূর হোসেন বলেন, রাউৎখাই গ্রামে মসজিদে শিড়নি বিতরণ নিয়ে দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।