এটিএম আজহারের মুক্তি দাবিতে জামায়াতের বিক্ষোভ মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯:০০ অপরাহ্ন
ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটক জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জামায়াত। উক্ত বিক্ষোভ মিছিল কর্মসূচী আগামী মঙ্গলবার বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হবে। যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসূচীকে সফলের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
এদিকে মঙ্গলবারের বিক্ষোভ মিছিলকে সফলের লক্ষ্যে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক যৌথসভার আয়োজন করা হয়েছে। উক্ত সভা শনিবার সন্ধ্যায় নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারী মু. শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ ও সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।