তাহিরপুরে ভারতীয় মদ ও বিয়ারসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯:২৬ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি ঃ সুনামগঞ্জের তাহিরপুর অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিয়ারসহ মো: জালাল মিয়া (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত জালাল মিয়া উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শনিবার দুপুরে উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাহিদাবাদ নামক স্থান হতে ৯ বোতল ভারতীয় মদ ও ১ বোতল বিয়ারসহ তাকে আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, আটককৃত মদ ও বিয়ারসহ আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। মাদকসহ চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।