কুলাউড়ায় দেড়ঘন্টা পর ছাড়লো পারাবত ট্রেন
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩:২৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের একটি কোচে সমস্যা দেখা দেওয়ায় প্রায় দেড়ঘন্টা ট্রেন চলাচল বিঘিœত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এটি সচল হওয়ায় পুনরায় ট্রেন চলাচল চালু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ। তিনি বলেন, বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের একটি কোচে সমস্যা দেখা দেয়। পরে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এটি সচল হলে পুনরায় সিলেট-ঢাকার ট্রেন চলাচল চালু হয়।