সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশক পরিষদের ‘একুশে বইমেলা’ শুরু
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬:০১ অপরাহ্ন
সিলেটের সৃজনশীল প্রকাশকদের সংগঠন প্রকাশক পরিষদ সিলেটের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সিলেট একুশে বইমেলা ২০২৫’ শুরু হয়েছে। চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস-উন-নূর, প্রধান বক্তা ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, মদনমোহন কলেজের অধ্যাপক ফরিদ আহমদ, সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক, ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক, লেখক জাবেদ আহমদ, মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি কবি আবদুল মুকিত অপি অ্যাডভোকেট, সাইক্লোন সিলেটের সাধারণ সম্পাদক, কবি ইশরাক জাহান জেলী।
প্রকাশক পরিষদ সিলেটের সদস্য ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়ালের সভাপতিত্বে এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব লুৎফুর রহমান তোফায়েলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশক পরিষদের কোষাধ্যক্ষ ও বইমেলা কমিটির আহবায়ক কামরুল আলম।
শুভেচ্ছা বক্তব্য দেন আলোর অন্বেষণ সিলেটের সভাপতি কবি সাজন আহমদ সাজু, সহসভাপতি নাহিদ আহমদ প্রমুখ। এসময় প্রকাশক পরিষদ সিলেটের সহসভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সুফি সুফিয়ানসহ পরিষদের কার্য করী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ড. তুতিউর রহমান। বিজ্ঞপ্তি