জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২:৪৫ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের বাসিন্দা সিলেট জজকোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক দলীয় ভাবে ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর পয়েন্টে স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান।
এ সময় আবু তাইদ, আবদুল তাহিদ, ওয়ালি উল্লাহ, কবির উদ্দিন, জামাল উদ্দিন বেলাল সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া সাংবাদিকদের মধ্যে তাজ উদ্দিন আহমদ, জহিরুল ইসলাম লাল, মো.শাহজাহান মিয়া, অমিত দেব, আলী আছগর ইমন, হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ এসএম ফরিদ, হুমায়ূন কবির ফরিদী, শাহ আলম চৌধুরী, আলী জহুর, তৈয়বুর রহমান, ইয়াকুব মিয়া, গোলাম সারোয়ার, গোবিন্দ দেব, আমিনুল হক সিপন, আমিনুল হক জিলু, আলামিন, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।