জগন্নাথপুরে প্রবীণ আলেমেদ্বীন মুফতি গিয়াস উদ্দিন আর নেই
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩:১২ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ইকড়ছই গ্রামের বাসিন্দা হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক প্রবীণ আলেমেদ্বীন মুফতি মাওলানা গিয়াস উদ্দিন (৬৫) আর নেই। তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে-প্রবীণ আলেমেদ্বীন মুফতি মাওলানা গিয়াস উদ্দিনের মৃত্যুতে অন্যান্য আলেম উলামা সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। এছাড়া শ্রদ্ধেয় ওস্তাদকে হারিয়ে কান্নায় ব্যাকুল হয়ে পড়েছেন অসংখ্য ছাত্ররা।