কোম্পানীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৪৫:১৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর পুত্র। রোববার ভোর ৬টায় মহাসড়কের তেলিখাল ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জীবন আহমেদ ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে আসছিলেন। বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ড্রাইভার জীবন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনায় পতিত ২টি গাড়ি জব্দ করা হয়েছে। তবে থানায় আনা সম্ভব হয়নি, গাড়ীগুলো দুমড়ে মুচড়ে গেছে। তাছাড়া লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।