ছাতকে ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৪৮:৩৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের কার্ষনিবাহী কমিটির সদস্য আল মিরাজ পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে আল মিরাজ পাপ্পুকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।
গ্রেফতারকৃত পাপ্পু উপজেলার ছৈলা আফজলাবাদ ইউপির সিঙ্গুয়া গ্রামের সাবেক মেম্বার আসাদ আলীর পুত্র ও জেলা ছাত্রলীগের কার্যনির্বাহি কমিটির সদস্য। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে।