ইমজার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫২:২৬ অপরাহ্ন
দায়িত্ব গ্রহণ করেছে টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজার) নতুন কমিটি। শনিবার রাতে ইমজা কার্যালয়ে নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক সভাপতি সজল ছত্রী ও সাধারণ সম্পাদক শ্যামনন্দ দাশসহ অন্য সদস্যরা। নতুন সভাপতি যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু।
এর আগে অষ্টাদশ বার্ষিক সাধারণ সভা শেষে গত ৩১ জানুয়ারি কাউন্সিলে আশরাফুল কবির সভাপতি ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু নির্বাচিত হন। নতুন কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, সহ-সভাপতি বাংলা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এস আলম আলমগীর, সহ-সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজন, প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল ২৪ এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, নির্বাহী সদস্য ইমজার সাবেক কমিটির সভাপতি সজল ছত্রী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহজাহান সেলিম বুলবুল ও এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন ইমজার সাবেক সভাপতি মইনুল হক বুলবুল, সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি আনিস রহমান, সাবেক কোষাধ্যক্ষ সুবর্ণা হামিদ। বিজ্ঞপ্তি