কুশিয়ারা ডিগ্রি কলেজে জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৬:৩৭ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা ডিগ্রি কলেজের এক জরুরী সভা গত শনিবার সকাল ১১টায় কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। বাদেপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য জাহিদ হোসাইনের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন কলেজের গভর্ণিং বডির সাবেক সভাপতি নিহার রঞ্জন দাস।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ মিছবাহ। বক্তব্য রাখেন মাস্টার নাজিম উদ্দিন আহমেদ, লন্ডন প্রবাসী আজীবন দাতা সদস্য লোকমান উদ্দিন, পল্লীমঙ্গল হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য মো: আব্দুল কাইয়ুম বিলু, লন্ডন প্রবাসী এ.জেড.এম হাবিবুস সামাদ, কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য রিয়াজ উদ্দিন গেদাই, লন্ডন প্রবাসী এম. আজিজুস সামাদ, মাস্টার মোঃ লুৎফুর রহমান, লন্ডন প্রবাসী মো: ইসলাম উদ্দিন, আব্দুল জলিল, সালেহ আহমদ, লন্ডন প্রবাসী আলী আহমদ, আলাল উদ্দিন আলাল, কামাল উদ্দিন, রাসেল তালুকদার, সুমন আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) অঞ্জন কান্তি দাস।
সভায় কলেজের গেইট ও সীমানা প্রাচীর এবং মসজিদের গেইট ও সীমানা প্রাচীর এর অনুমোদিত নক্শা বাস্তবায়নের ব্যয় সংগ্রহ করে জরুরী ভিত্তিতে নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্তের পাশাপাশি এবং কলেজ গেইটে এককভাবে কোনো দাতার নাম না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় জানানো হয় ইতিপূর্বে কলেজ গেইট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রচারিত হয়েছে তার সাথে কলেজের কোনো সম্পৃক্ততা নেই। ভবিষ্যতে এ সম্পর্কিত কোনো বিবৃতি কলেজের নামে না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়। তাছাড়া কলেজ ও মসজিদের প্রাক্কলিত ব্যয় নির্বাহের জন্য স্থানীয়, প্রবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করা হয়। সভায় উপস্থিত সকলে এতে একমত পোষণ করেন।
উল্লেখ্য সরকারি বিধি মোতাবেক যিনি কলেজ তহবিলে এককালীন ৩ লক্ষ টাকা জমা প্রদান করবেন তিনি কুশিয়ারা ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে পরিগণিত হবেন। বর্তমানে অত্র কলেজে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞান শাখা খোলার বিষয়টি অনুমোদিত হয়েছে। তা বাস্তবায়নের জন্য সভায় উপস্থিত সকলের সহাযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি