মালয়েশিয়ায় ইসলামী আন্দোলনের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৪:১৬ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ৪র্থ দ্বি-বার্ষিক সম্মেলন। রোববার রাজধানীর কুয়ালালামপুরে একটি হোটেলে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এ সম্মেলন। এতে আগামী ২০২৫-২৬ সেশনে হাফেজ মাওলানা মুফতী আমিরুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল করিমকে সিনিয়র সহ সভাপতি ও মাওলানা গাজী আবু হোরায়রাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৫ সদস্যবিশিষ্ট মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
মুফতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
হিফজুর রহমান জামিলের কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে বক্তব্য রাখেন মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, এসিসট্যান্ট সেক্রেটারি আর এম রুবেল আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহ্ববায়ক তৌফিকুর রহমান মাহফুজসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা কমিটির সভাপতিবৃন্দ।