জামালগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৬:২১ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি কলেজের তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
রোববার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে। প্রভাষক কামরুল ইসলাম সবুজ এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া আয়োজন কমিটির আহবায়ক প্রভাষক কাজল চন্দ্র সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান, নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী ও প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
উপস্থিত ছিলেন কমরেড বরুন রায় স্মৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও দেশপ্রবাস সভাপতি নূরুল হক প্রমূখ।