গোয়াইনঘাটে যুবলীগ নেতা গ্রেফতারের দাবীতে সভা
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৭:২৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে পশ্চিম জাফলং ইউপির ফুটবল ও ক্রিকেট এসোসিয়েশন সদস্য বাহার উদ্দিনের উপর হামলাকারী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সিরাজ উদ দৌলা সুমনকে গ্রফতারের দাবীতে আহারকান্দি বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর স্থানীয় আহারকান্দি বাজারে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র ও যুব সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় ইউনিয়নের মুরব্বি আজিজুর রহমান এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্র সংসদের সিনিয়র সদস্য আজাদ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মুহিবুর রহমান বাবুল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি আমীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিন, অভিযাত্রীক ক্লাবের সভাপতি মানিক আহমদ, বিএনপি নেতা হুমায়ুন কবির, সিরাজ উদ্দিন, আব্দুল খালিক, বশির উদ্দিন মাস্টার, মানিক মেম্বার ছাত্রনেতা ছান মিয়া, যুবদল নেতা সুলতান আহমদ প্রমুখ। সভায় ২৪ ঘন্টার মধ্যে সুমনকে গ্রেফতারের দাবী জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেয়া হয়।