সমাজসেবক মুছদ্দর আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২২:০৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালেয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম ও সুজানগর গার্লস একাডেমির প্রধান শিক্ষক জায়েদুর রহমানের পিতা সমাজসেবক মুছদ্দর আলী (৭৮) রোববার সকাল আটটায় আরেঙ্গাবাদ গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাউজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখ-বিসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে-সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আছর আরেঙ্গাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, প্রধান শিক্ষক আসুক আহমদের পিতার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, জামায়াতে ইসলামির আমীর এমাদুল ইসলাম, কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন জামায়াতে ইসলামির আমীর আব্দুস সামাদ, প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ প্রমুখ।