সুনামগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীদের তালা
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৩:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদকের কার্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার বিকেল ৫ টায় ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে অধ্যক্ষের অপসারণের দাবিতে তালা দিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শামিম ওসমানের ঘনিষ্ঠ লোক ছিলেন। তিনি সেখানের তোলারাম সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্ট পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
একাদশ শ্রেণির শিক্ষার্থী তানভীর মাহমুদ ফাহিম বলেন, আমরা গত কয়েকদিন আগে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছি। কিন্তু কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়েছে। তিনি এ কলেজ থেকে বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক বলেন, আমি বিধি মোতাবেক সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছি। সম্ভবত অধ্যক্ষ পদে তাদের কেউ পছন্দের ছিলেন। এ জন্য তারা মেনে নিতে পারছেননা। নারায়ণগঞ্জ তোলারাম কলেজের ঘটনার কথা জানতে চাইলে তিনি বলেন, এটা ছিল চেয়ার দখলের রাজনীতি। মুলতঃ ৫ আগস্ট পরবর্তী সুযোগকে কাজে লাগানো হয়েছে।