গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর মশারী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৯:৫৯ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নবগঠিত ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে স্থানীয় কুপারবাজার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলায় সীমান্তবর্তী এলাকায় প্রায় সহস্রাধিক পরিবারের মধ্যে কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়।
বৃহত্তর রুস্তম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ও যুবদল নেতা জৈন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গনি, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন শিহাব, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হক, উপজেলা বিএনপির সদস্য আব্দুন নুর সরকার, আব্দুল্লাহ, সাহাব উদ্দিন সাবই মেম্বার, আবু বক্কর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ও দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি