শমশেরনগর হাসপাতালে ফান্ডরেইজিং ডিনার
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪২:৪৭ অপরাহ্ন
দরিদ্র ও প্রান্তিক মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে যুগান্তকারী ভূমিকা রাখবে শমশেরনগর হাসপাতাল। ধাপে ধাপে এই হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া একটি মেডিকেল কলেজ ও একটি নার্সিং কলেজ গড়ে তোলা-ই হচ্ছে এই হাসপাতালের কর্তৃপক্ষের লক্ষ্য। এই অলাভজনক হাসপাতালের সেবা ধনীদের জন্য প্রতিযোগিতামূলক মূল্যে, মধ্য আয়ের লোকদের জন্য হ্রাসকৃত মূল্যে এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য টোকেন মূল্যে প্রদান করা হবে।
মৌলভীবাজার জেলার শমশেরনগরে প্রতিষ্ঠিত ‘শমশেরনগর হাসপাতাল’-এর উদ্যোগে পরিচিতিমূলক সুধী সমাবেশ ও ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর এক রেস্তোরাঁয় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক রাজু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংকের সাবেক ডিজিএম ফরিদ উদ্দিন, এজিএম মাকসুদা বেগম, সাবেক পুলিশ সুপার কাওসার আহমেদ হায়দরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, চ্যানেল এস এর সিলেট বুরো প্রধান মঈন উদ্দিন মঞ্জু, অধ্যাপক জেবা আমাতুল হান্না, রাফসান রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী ফকু চৌধুরী, অধ্যাপক রাবেয়া মুন্নী ও হাসপাতালের প্রবাসী সংগঠক সাইফুর রহমান কামরান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাকসুদা বেগম, সমীরণ নাথ, রাজু আহমেদ ও শহীদুল হক। বিজ্ঞপ্তি