শেষ হলো বিশ্ব ইজতেমা
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৬:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার সব আনুষ্ঠানিকতা। রোববার দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১টা ৭ মিনিটে। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে বিশেষ মোনাজাত করা হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন নিজামুদ্দিন বিশ্ব মারকাজের জিম্মাদার মাওলানা সাদ এর বড় শাহজাদা মাওলানা ইউসুফ বিন সাদ। বিষয়টি নিশ্চিত করেছেন নিজামুদ্দিন বিশ্ব মারকাজ মাওলানা সাদ অনুসারী মোহাম্মদ সায়েম।
এর আগে মওলানা ইউসুফ বিন সাদ সাহেব তাবলিগ জামাতের ইজতেমার মূল উদ্দেশ্য সম্পর্কে বলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার লক্ষ্যে বেশি বেশি জামাত যেন আল্লাহর রাস্তায় বের হয়। ইজতেমায় বিশেষভাবে দ্বীনের দাওয়াতের গুরুত্ব ও ঈমান-আমল সংক্রান্ত কথা বলেন তিনি।